টেকনাফে ইয়াবা ব্যবসায়ী খালেদা আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে।

তথ্য সূত্রে র‍্যাব জানায়, ২৮জুন (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৫’এর একটি দল হ্নীলা নয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মৃত নুরের স্ত্রী খালেদা (২৫) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক নারী মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে।

আরও খবর