বলরাম দাশ অনুপম ◑
কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় খালে ডুবে মাহিম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাহিম জোয়ারিয়ানালা চরপাড়া গ্রামের ওমান প্রবাসী নূর আহমেদের শিশু সন্তান।
শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে স্থানীয় সোনাইছড়ি খালের রাবার ড্যাম ব্রীজ এলাকা থেকে শিশু মাহিমের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গনি ও জসিমুল ইসলাম।
মেম্বার ওসমান গনি জানায়, শুক্রবার (২৬ জুন) বিকেলে মাহিম বাড়ির পাশে খালের ধারে খেলা করছিল। সেখান থেকে হঠাৎ মাহিমের নিখোঁজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাত ১২ লটা পর্যন্ত দফায় দফায় শিশু মাহিমকে উদ্ধারের চেস্টা চালায়।
এতে ব্যর্থ হয়ে পরে রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের খবর দিলে কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। যদিও তারা শিশু মাহিমকে উদ্ধারে অপারগতা প্রকাশ করেন ।
অবশেষে শনিবার সকাল ৭টার দিকে শিশু মাহিমের নিথর দেহ সোনাইছড়ি রাবার ড্যাম সংলগ্ন ব্রীজের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় যুবক রুবেল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-