বলরাম দাশ অনুপম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোড পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গার নাম নজরুল্লাহ (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১নং ব্লকের হাবিবুল্লাহর পুত্র।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নজরুল্লাহকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-