গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহি সিএনজিতে তল্লাশী অভিযান পরিচালনা করে একটি ইয়াবার চালানসহ মাদক পাচারে জড়িত ১৫ বছর বয়সি এক রোহিঙ্গা কিশোকে আটক করেছে।
২৫জুন (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে টেকনাফ ২বিজিবির আওতাদ্ধীন লেদা বিওপির দায়িত্বরত টহল দল মাদক বহনের গোপন সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশী করে একজন যাত্রীর সিটের নীচে ৩৫ হাজার ৯শ ৬০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এরপর এই ইয়াবা চালানটির সাথে জড়িত ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের পি-বল্কের ৯১৯ নং রুমের বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের পুত্র মোঃ ইয়াছিন (১৫) কে আটক করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) কক্সবাজার জার্নালকে জানান, আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-