এবার করোনায় হার মানলেন কক্সবাজারের তরুণ ব্যবসায়ী দেলোয়ার সাঈদ

জাহাঙ্গীর শামস :

কক্সবাজার শহরের লিংক রোড মুহুরী পাড়ার বাসিন্দা প্রবাসী দেলোয়ার সাঈদ করোনার কাছে হেরে গিয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্না..রাজেউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

তিনি লিংক রোড এলাকার মৌলানা ইছারুল হক সিকদারের ছেলে। সাঈদ দীর্ঘ বছর ধরে সৌদি আরবে প্রবাসী । পরে ৫/৬ মাস আগে দেশে ফিরে আসে।

জানা গেছে ,প্রায় ২ সপ্তাহ আগে সাঈদ করোনা পজেটিভ। পরে জেলা সদর এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

এদিকে তরুণ ব্যবসায়ী সাঈদের মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেল দেশের প্রথম জেলা ভিত্তিক ‘ব্যাচ ৯৯’ কক্সবাজার জেলা।

আরও খবর