জাহেদ হাসান ◑
চট্রগ্রাম সীতাকুণ্ড থানা পুলিশ অভিযান ৭শত পিস ইয়াবাসহ নুরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে।
বুধবার (২৪ জুন) ৭টার দিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মোঃ মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে ৭শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক আসামী মোঃ নুরুল ইসলাম(২৫), পিতা-রশিদ আহম্মেদ, মাতা-রাশেদা বেগম, সাং-পাগলীর বিল, শিকদার পাড়া, হলদিয়া পালং,উখিয়া, কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-