মহেশখালীতে বসতভিটা বিরোধে প্রাণ গেল যুবকের, ঘাতক মহিলাসহ আটক ২

বলরাম দাশ অনুপম, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরঘোনা এলাকায় বসতভিটা বিরোধের জেরে প্রাণ গেল এক যুবকের।

ওই যুবকের নাম মনোয়ার কায়সার রুবেল। সে জাগিরঘোনা মধুয়ার ডেইল বাজার এলাকার জাফর আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল। এদিকে এই ঘটনায় ঘাতক মহিলাসহ ২ জনকে অাটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়-চলাচলের রাস্তা ও বসতভিটার বিষয় নিয়ে একই এলাকার মোঃ আলমের সাথে বিরোধ চলে আসছিল রুবেলের।

বিরোধের ব্যাপারটি প্রথমে স্থানীয়ভাবে ও পরে মহেশখালী থানার এসআই নুরুল হকের হাতে বিচারাধীন ছিল। এরই মধ্যে বুধবার মাগরিবের পর নিজ বাড়ীর উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অতর্কিত অবস্থায় রুবেলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।

তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

সেখানে অবস্থার অবনতি দেখে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মারা যায় আহত রুবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুঠোফোনে জানান-মূলত বসতভিটার বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত ঘাতকসহ ২ মহিলাকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই মহিলাদের নাম জানাতে পারোন নি ওসি।

আরও খবর