বান্দরবানের দুই পৌরসভা রেড জোন ঘোষণা

বান্দরবান প্রতিনিধি ◑ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানে দুটি পৌর এলাকাকে রেডজোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। আগামী ২১ দিন পর্যন্ত এই দুটি এলাকায় রেডজোন কঠোরভাবে কার্যকর থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

তিনি বলেন, রেডজোন ঘোষিত এই দুই এলাকায় শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া জেলার আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলাকে হলুদ ও রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলাকে সবুজ জোন ঘোষণা করা হয়েছে।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে বান্দরবান পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো (৩৫) মারা গেছেন। আলাউদ্দিন আলো তিনি আর্মি পাড়ার বাসিন্দা মরহুম আব্দুর রহিমের ছেলে।

সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মারমা জানিয়েছেন, মৃত ছাত্রদল সভাপতির করোনার লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানো হয়েছে। দাফনের জন্য তার লাশ হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে।

 

আরও খবর