কোটি টাকার ইয়াবাসহ ধরা পড়লো দুই যুবক

নিজস্ব প্রতিবেদক ◑ সাতকানিয়া উপজেলার কেরানিহাটে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (২৪ জুন) দুপুরে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

আটক পারিং ম্রো (৪১) ও মুই থুই চিং মারমা (৩৩)  বান্দরবান জেলা সদরের লামার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।এ সময় তাদের বহনকৃত একটি চামড়ার ব্যাগের ভিতর হতে  ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামিদের  জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নানারকম অভিনব কৌশলে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর