এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীসহ পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর সিনিয়র প্রতিবেদক মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীসহ পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৪ জুন) কক্সবাজার মেডিকেলের রিপোর্টে তাদের করোনা ধরা পড়ে।

এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসিঘোনাস্থ নিজ বাড়িতে তারা আইসোলেশনে আছেন।

দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারেন- সবার কাছে দোয়া চেয়েছেন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

আরও খবর