উখিয়ায় রেড জোন এলাকায় প্রশাসনের তদারকি অব্যাহত

ইমরান আল মাহমুদ, উখিয়া ◑
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় রেড জোন ঘোষণা করে উখিয়া উপজেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় রেড জোন চিহ্নিত এলাকায় জনসচেতনতায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসানের নির্দেশে উখিয়া থানা এএসআই মোঃ শামীম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ জনসাধারণকে সচেতন করতে কাজ করেন।

এসময় নির্দেশ অমান্য করে খোলা রাখা দোকানপাট বন্ধ করতে নির্দেশ প্রদান ও কঠোর হুশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, ২১শে জুন প্রথম ধাপের রেড জোন ঘোষণার দিন শেষ হলে পরে নতুনভাবে ২৯শে জুন পর্যন্ত আবারো একই এলাকাগুলোতে রেড জোন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ঐসব এলাকায় লকডাউন নিশ্চিতে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।

আরও খবর