বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কক্সবাজার মেডিকেলে মঙ্গলবার (২৩ জুন) ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে কক্সবাজার জেলার ৭০ জন। এছাড়া সাতকানিয়ার ৩ জন এবং
বান্দরবানের রয়েছে ৪০ জন।
মোট ৪২২ স্যাম্পল টেস্ট এর মধ্যে নেগেটিভ হয়েছে ৩০৬ জনের রিপোর্ট। পজিটিভ ১১৬ জনের মধ্যে নতুন ১১৩ জন। ফলোআপ ৩ জন।
মঙ্গলবার করোনা পজিটিভ রোগীরা হলো- সদর- ৩, রামু- ২, উখিয়া-১৮, টেকনাফ- ২০, চকরিয়া-৫, মহেশখালী- ৭, কুতুবদিয়া- ১৫ জন।
কক্সবাজার মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-