চট্টগ্রাম ◑ নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত যুবকের নাম জাহিদুল ইসলাম।
সোমবার (২২ জুন) সকালে জিপি ‘র বিপরীতে দানু মিয়া স্বর্ণ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩শ’ পিস ইয়াবার জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আটককৃত জাহিদুল ইসলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে ইয়াবা পাচারে আসেন। কোতোয়ালী থানাধীন এলাকার জিপিও’র বিপরীতে বিপরীতে দানু মিয়া স্বর্ণ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তর সূত্র আরও জানায়, আটককৃত জাহিদুল কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মরহুম আবুল হোসেনের ছেলে। তিনি টেকনাফ থেকে ইয়াবা পাচার করে চট্টগ্রামে নিয়ে আসতেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-