ইমাম খাইর, কক্সবাজার ◑
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ছালামত উল্লাহ রানা।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর নিশ্চিত করেছেন ছালামত উল্লাহ রানার ছোট ভাই সাংবাদিক শফিউল্লাহ শফি।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়।
তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তাঁর করোনা রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
করোনা শনাক্ত হওয়ার দুই দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারের আদালত অঙ্গনে পরিচিত এই মুখ।
এডভোকেট ছালামত উল্লাহ রানা জাতীয়তবাদি আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি স্বচ্ছ ও প্রসিদ্ধ একজন আইনজীবী। তার গ্রামের বাড়ি মহেশখালী। তিনি ফকিরা ঘোনার মরহুম নজর আলীর ছেলে। তার দুই সন্তান রয়েছে।
স্বপরিবারে শহরের টেকপাড়ায় বসবাস করেন এডভোকেট ছালামত উল্লাহ রানা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-