জাহেদ হাসান ◑![]()
![](http://coxsbazarjournal.com/wp-content/uploads/2020/06/PicsArt_06-22-07.00.49.jpg)
চট্রগ্রাম চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার উখিয়া উপজেলার দুই মাদক পাচারকারী আটক হয়েছে।
রবিবার (২১ জুন)ভোর ৪.৪৫ মিনিটের সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী একটি মিনি ট্রাকে তল্লাশী করে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা উদ্ধার সহ ওই দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার ও ইয়াবা বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে।
আটককৃত আসামীরা ১। জাফর আলম(২৭), পিতা- আব্দুস সালাম, মাতা- মৃত মাহমুদা খাতুন, সাং-পাইন্নাশিয়া জুম্বা পাড়া, জালিয়া পালং ১নং ওয়ার্ড, উখিয়া -কক্সবাজার, ২। মেহেদী হাছান(২০), পিতা-মজিবুর রহামান, মাতা-রোজিনা আক্তার, সাং-কোটবাজার, লম্বরীপাড়া, জালিয়া পালং ২নং ওয়ার্ড,উখিয়া-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-