জ্বর নিয়ে কক্সবাজারে তৃতীয় শ্রেনীর ছাত্রীর মৃত্যু

বলরাম দাশ অনুপম
গায়ে জ্বর নিয়ে কক্সবাজার শহরে টুম্পা নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

টুম্পা কক্সবাজার শহরের টেকপাড়াস্থ হাঙ্গরপাড়ার জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির ১ ঘন্টার মাথায় সোমবার (২২ জুন) ভোরে মারা যায় ওই ছাত্রী। টুম্পার খালাত ভাই সাইফুল ইসলাম জানান, টুম্পার ২ দিন আগে থেকে গায়ে সামান্য জ্বর ছিল।

সোমবার ভোর রাতে হঠাৎ হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রথমে বেশ কিছুক্ষন ফেলে রাখলেও পরে জরুরী বিভাগ থেকে ২ টি স্যালাইন দিয়ে উপরে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ পরেই টুম্পা বলে তার গলা ব্যাথা করছে এবং দমবন্ধ হয়ে আসছে এভাবে ছফফট করতে করতেই সে মারা যায়।

এদিকে হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে-টুম্পার পালস লেভেল প্রথমে কম ছিল পরে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর সেটা বাড়লে ওয়ার্ডে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনো বুঝতে পারছি না। এদিকে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে পরিবারসহ টেকপাড়া এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আরও খবর