মাতামুহুরিতে ডুবে যাওয়ার একদিন পর যুবকের লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি ◑ কক্সবাজারের চকরিয়ার কোনাখালীতে মাছ ধরতে নেমে মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ থাকার একদিন পর মৎস্যজীবী মো. বাদশার (২৮) লাশ রবিবার সকালে উদ্ধার করতে সক্ষম হয়েছে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগেরদিন শনিবার চট্টগ্রাম থেকে ডুবুরীদল এসে নদীতে প্রায় সাতঘন্টা ধরে তল্লাশি চালালেও তার লাশ উদ্ধার করতে পারেনি। মারা যাওয়া বাদশা উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার খাসপাড়া এলাকার শামশুল আলমের ছেলে।

কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, নিখোঁজের একদিন পর মৎস্যজীবী বাদশার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর