ইমাম খাইর, কক্সবাজার ◑
বেসরকারী উন্নয়ন সংস্থা-কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
শনিবার সকালে তার করোনার স্যাম্পল নেয়া হয়েছিল।
রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা গেছে।
জাহাঙ্গীর আলম শনিবার (২০ জুন) রাত থেকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
এর আগে শুক্রবার (২৯ জুন) রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ ভর্তি করানো হয় জাহাঙ্গীরকে।
অবস্থার উন্নতি না হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় শনিবারে সন্ধ্যায় এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নেয়া হয়।
জাহাঙ্গীর আলমের সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-