মুজিববর্ষ উপলক্ষে রামু সেনানিবাসে বৃক্ষ রোপন কর্মসূচি

নীতিশ বড়ুয়া, রামু :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ জুন   (রবিবার) রামু সেনানিবাসের নবনির্মিত কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় এবং এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গনে ১০০টি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২০ মাননীয় সেনাবাহিনী প্রধান ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে নবনির্মত রামু সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।

উল্লেখ্য যে,  বৃক্ষ রোপন কর্মসূচিতে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদবীর সেনাসদস্যরা অংশগ্রহণ করেন

আরও খবর