চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে মো.বাদশা (২৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তার কোন হদিস মেলেনি।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কোণাখালী ইউনিয়নের বাংলাবাজারস্থ খাসপাড়া সংলগ্ন মাতামুহুরী নদী পয়েন্টে মাছ ধরতে গিয়ে নিখেঁাজ হন যুবক বাদশা। তিনি ওই এলাকার সামশুল আলমের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থাণীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, শনিবার সকালে কোণাখালী ইউনিয়নের খাসপাড়া সংলগ্ন মাতামুহুরী নদী পয়েন্টে জাল নিয়ে মাছ ধরতে যায় যুবক বাদশা। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নদীতে পড়ে গেলে পানির তীব্র স্রোত তাকে ভেসে নিয়ে যায়। ঘটনার পরপরই বাদশার স্বজনরা ও স্থানীয় লোকজন বাদশাকে উদ্ধারে তৎপরতা চালালেও রাত ৮টা পর্যন্ত তার কোন হদিস মেলাতে পারেনি। বিষয়টি স্থাণীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর