কক্সবাজার ল্যাবে রেকর্ড ১৫০ জনের করোনা ‘পজিটিভ’, সদরে রেকর্ড ৭২

আনছার হোসেন, সিভি ◑

কক্সবাজারে করোনাভাইরাস টেষ্টে এবার রেকর্ড গড়েছে। একদিনে রেকর্ডসংখ্যক ১৫০ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এদের মধ্যে ১৪৪ জন নতুন রোগী ও ৬ জন ফলোআপ রোগী রয়েছেন। তাদের মধ্যে কক্সবাজার সদরে রেকর্ডসংখ্যক ৭২ জন রোগী শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৪ জন পার্বত্য বান্দরবান জেলা ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ৩ জন এবং একজন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

এ দিন সর্বাধিক ৬৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুুয়া ও ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, নতুন শনাক্ত হওয়া ১৪৪ জনের মধ্যে কক্সবাজার সদরে ৭২ জন, রামু উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ৬ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ২৪ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন একজন।

এ দিন ৫২৯ জন সন্দেহভাজন করোনা রোগী রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

আরও খবর