ডুলাহাজারায় বর্ষণের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে প্রবল বর্ষেনের ফলে সৃষ্ট বানের পানিতে ডুবে মেধাবী হাফেজী শিক্ষার্থী মোঃ মোস্তাফিজ (১২)-এর মৃত্যু হয়েছে। সে উলুবনিয়া মহাফেজখানার শীর্ষ মেধাবী ছাত্র এবং ওই এলাকার জয়নাল আবেদীনের পুত্র বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উলুবনিয়া গ্রামের পাশে বানের পানিতে খেলতে গিয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন সোনামিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টানা তিনদিন প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বানের পানিতে নৌকা নিয়ে বন্ধুদের সাথে খেলা করছিল মোস্তাফিজ। খেলাধুলার একপর্যায়ে পা পিছলে সে নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং সেখান থেকে আর উঠতে পারেনি। এসময় বন্ধুদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে মোস্তাফিজকে উদ্ধার প্রচেষ্টা চালায়। শেষপর্যন্ত দীর্ঘ আড়াই ঘন্টা পর বেলা সাড়ে ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

একই দিন বিকেলে উলুবনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মোস্তাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে মহাফেজখানার এ মেধাবী ছাত্রের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও খবর