নববধূকে গণধর্ষণ: দুই‘ধর্ষক’গ্রেপ্তার

চট্টগ্রাম ◑ পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে নববধূ গণধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে নগর এলাকা থেকে জুয়েল (২৮) ও মিন্টুকে (৩৩) আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক দুইজন হলো- পটিয়া কোলাগাঁও ইউনিয়নের ফোরকান মাঝির ছেলে জুয়েলকে পতেঙ্গার কাটগড় এলাকা থেকে ও একই এলাকার ছাত্তারের ছেলে মিন্টুকে বাকলিয়া রাজাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ ঘটনায় এজাহারভুক্ত পলাতক আরও দুই আসামি একই এলাকার খায়ের উল্লাহ সওদাগরের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে হান্নান (৩২),  আজিজুল হক মেম্বারের বাড়ির বাদশা মিয়ার ছেলে মন্টুকে (৩০) গ্রেপ্তারের জন্য চেষ্টা চলমান রেখে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন নিজ বাড়ি থেকে স্বামীসহ শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বখাটেদের হাতে গণধর্ষণের শিকার হন এক নববধূ। বখাটেরা স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকে জানাননি ওই নববধূ ও তার পরিবার। পরে ১৪ জুন পটিয়া থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

আরও খবর