ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে রেড জোন বাস্তবায়নে কাজ করছে শহর ছাত্রলীগের শতাধিক কর্মী

নিজস্ব প্রতিবেদক ◑

করোনা ভাইরাস (Covid-19) খুব দাপটের সাথে তার অস্তিত্বের জানান দিয়ে চলছে সমুদ্র জনপদ কক্সবাজারে৷ অনিয়ন্ত্রিত হারে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় সমুদ্র জনপদ কক্সবাজার দেশের ৬৪টি জেলায় আক্রান্তের দিক থেকে বর্তমান চতুর্থ নাম্বরে অবস্থান করছে।

কক্সবাজারে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১হাজার ছাড়িয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি শহরের পৌরসভায়।

শনিবার (০৬জুন) হতে শহরের পৌরসভার অন্তর্ভুক্ত দ্বিতীয় মেয়াদে ১২টি ওয়ার্ডেই একটানা ১৪ দিন রেড জোনের মাধ্যমে লকডাউন ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

এই রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নে পৌরসভার ১২টি ওয়ার্ডে দিনটা এক করে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে পৌর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন জানান, ছাত্রলীগ একটি মানবিক ছাত্রসংগঠন ৷ আমরা কক্সবাজার পৌর ছাত্রলীগ করোনা মহামারির প্রথম পর্যায় থেকে দূর্যোগ মোকাবিলায় জনগণের পাশে আছি ৷ আসলে আমারা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে কাজ করেছি।

১৯৫২ থেকে ২০২০ সকল সংকটে ও দুর্যোগ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দরা নিঃস্বার্থভাবে দেশ ও জাতির জন্য কাজ করেছেন এবং করে যাচ্ছেন। কক্সবাজার বর্তমানে সারাদেশের করোনা আক্রান্তের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছে। এই অবস্থায় রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নের পৌর ছাত্রলীগ কাজ করছে পৌরবাসীকে নিরাপদ রাখবে বলে দেশের এই কঠিন সংকটে যারা পরিবার ছেড়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, কক্সবাজার পৌর ছাত্রলীগ করোনা মহামারির প্রথম থেকেই কক্সবাজারে হ্যান্ড সেনিটাইজার বিতরণ, জনগনের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং পৌর ছাত্রলীগের নিজস্ব ফান্ড তৈরি করে গরীব অসহায়দের জন্য বিশেষ ত্রাণ সহায়তা প্রদান করে।তাছাড়া বর্তমানে রেড জোনের লকডাউন বাস্তবায়নেও ভূমিকা পালন করছে পৌর ছাত্রলীগ।

আরও খবর