গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে ধরা পড়লো চকরিয়ায় বসবাসকারী এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী।
তথ্য সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫ টেকনাফ (সিপিসি-১)এর দায়িত্বরত একটি দল টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী র্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে টেকনাফ শহর থেকে আসা যানবাহন গুলি তল্লাশী করার সময় সড়কে র্যাব সদস্যদের উপস্থিতি দেখা মাত্র একটি সিএনজি হতে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে চকরিয়া দরগাহ পাড়া এলাকার মোঃ দুলাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ফরিদ আলম (২৮) কে আটক করা হয়।
এরপর আটক যুবকের স্বীকারোক্তী মোতাবেক মাদক বহনকারী সিএনজির সিটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাবব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদক শেখ সাদী জানান,ইয়াবাসহ আটক অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-