ইমাম খাইর, কক্সবাজার ◑
অবশেষে মারা গেলেন পরীক্ষিত ফ্রন্টলাইন করোনাযুদ্ধা ডাক্তার নুরুল হক।
১৭ জুন সকাল সাড়ে ৬টার দিকে নিজ কর্মপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাক্তার নুরুল হক ওই হাসপাতালেরই সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার। গাামের বাড়ি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দৈলা পাড়া।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ছাত্র।
গত জুমাবার থেকে জ্বর অনুভব করেন ডাক্তার নুরুল হক। রবিবার (১৪ জুন) হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১৫ জুন) অক্সিজেন স্যাচুরেশন ৬০ এর নিচে থাকায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসকরা। নিয়তিকে মেনে পাড়ি জমালেন ওপারে।
করোনার দুর্যোগকালীন সময়ে মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে
জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন খেটেছেন। মানবতার স্বার্থে দেখেন নি নিজের সুখ। ভাবেননি নিজের নিরাপত্তার কথা।
যে আইসিইউতে রোগিদের সেবা দিয়েছেন সেই আইসিইউতেই জীবনাবসান ডাক্তার নুরুল হকের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-