টেকনাফে কবরস্থানে মিলল মালিকবিহীন সাড়ে ৯ হাজার ইয়াবা!

টেকনাফ প্রতিনিধি ◑  কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৯ হাজার ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জাদিমোড়া কবর স্থানে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোড়া কবর স্থানে তল্লাশি চালিয়ে একটি ইয়াবার পুটলা উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই পুটলা ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে ৯ হাজার ৫৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর