গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্র কারবারে জড়িত শাহরুখ খান নামে এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক।
তথ্য সূত্রে জানাযায়, গত ১৫ জুন (সোমবার) গভীর রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন কেরুনতলী সারিয়াং ব্রীজের উত্তর পাশে কয়েকজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী উক্ত এলাকায় অবস্থান নিয়েছে।
সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী র্যাব-১৫ সদস্যদের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে নানা অপকর্মে জড়িত সন্ত্রাসীদের আস্তানা খ্যাত ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বল্ক-ডি-৩নং রুমের বাসিন্দা মৃত ছলিমের পুত্র মোঃ শাহরুখ খান (২০) কে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে সচল ১টি ওয়ান শুটার গান, ২রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বুলেট সংগ্রহ করে বিক্রি করে ধৃত ব্যাক্তি স্বীকার করেছে বলে জানায় র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান আটক অস্ত্র কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য ধৃত আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-