ইমাম খাইর, কক্সবাজার ◑
করোনা পরিস্থিতিতে রোগিদের নিরলস চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই লাইফ সাপোর্টে ডাঃ নুরুল হক।
সোমবার (১৫ জুন) রাত থেকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও কক্সভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
ডা. নুরুল হক গত আড়াই মাস ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে অগণিত মানুষের জীবন রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়ে চলছেন। করোনারযুদ্ধে মানবতাকে বাঁচাতে কখন যে নিজের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করে ফেললেন নিজেই বুঝতে পারলেন না।
ডা. নুরুল হকের গ্রামের বাড়ি মহেশখালী কুতুবজুম।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সভিশন লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম।
তিনি জানান, গত শুক্রবার থেকে ডাঃ নুরুল হকের শরীরে জ্বর আসে। রবিবার হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন না বাড়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও স্যাচুরেশন ৬০ এর উপরে তুলতে পারেনি। অবস্থার অবনতি হওয়ায় গতরাত থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ডাঃ নুরুল হককে।
এডভোকেট নুরুল ইসলাম জানান, করোনার এর দুর্যোগকালীন সময়ে জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন দেখেন নি। সেবা দিতে গিয়ে নিজের জীবন এখন বিপন্ন, সংকটাপন্ন।
মানবতার এই বন্ধুর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-