করোনা ভাইরাস প্রতিরোধে রামু গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে দিনব্যাপী জনসচেতনতামূলক মাইকিং,সতর্কবার্তা ও অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আনিসুর রহমান।
সোমবার (১৫ জুন) কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম,বার)এর নির্দেশক্রমে ও কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আদিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের মতামত ও আলোচনার ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আনিসুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গর্জনিয়ার বাজার সহ বিভিন্ন রাস্তায় সারাদিনব্যাপী মাইকিং এ সতর্কবার্তা প্রদান করা এবং হত-দরিদ্র ও গরিব-অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি যারা সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মান্য করে চলাফেরা করছে তাদের মাঝে কোল্ড ড্রিংকস বিতরণ করা হয়েছে। পরিচালিত এ কর্মসূচিতে করোনা ভাইরাস মোকাবিলায় জনসাধারণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলে সচেতন থাকার আহ্বান জানান আইসি মোহাম্মদ আনিসুর রহমান।
দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শেষে আইসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন,সত্যি বলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।আর এই পরিশ্রম শুধুই আমাদের নিরাপদে রাখার জন্য নই।এই পরিশ্রম দেশ ও দেশের জনগণের স্বার্থে, কিন্তু আমরা তা বুঝে পারছিনা। দয়াকরে লুকোচুরি না করে করোনা ভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে যথাযথ ভুমিকা রাখুন।
মনে রাখবেন, এই সময়ে যদি আমরা ফাঁকিবাজি করি তবে সে ফাঁকি পুলিশকে নই আমরা নিজেদেরকেই নিজেরা ফাঁকি দিবো!নিজেদের জীবন, নিজেদের পরিবারকে ফাঁকি দিবো। তাই আসুন,পারলে পুলিশকে সহযোগীতা করি। নিজেরা নিরাপদ থাকি ও সবাইকে নিরাপদ রাখি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-