গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে হোয়াইক্যং এলাকায় র্যাব সদস্যরা একটি অভিযান পরিচালনা করে মাদক বহনকারী একটি মোটর বাইক থেকে ইয়াবা উদ্ধার এবং উক্ত মাদকের সাথে জড়িত উখিয়া উপজেলার এক যুবককে আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়,১৫ জুন(সোমবার) বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ সদস্যদের একটি দল মাদক বহনের গোপন সংবাদ পেয়ে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করার সময় এক যুবক একটি মোটর সাইকেল যোগে চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যদের দেখা মাত্রই গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়া এলাকার মৃত আব্দুল শরীফের পুত্র নুরুল আক্তার (২০) কে আটক করতে সক্ষম হয় র্যাব।
এরপর আটক ব্যাক্তির গাড়ী ও দেহ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উদ্ধার ইয়াবা ও জব্দকৃত মোটর সাইকেলসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-