টেকনাফে পাহাড় ধ্বসে কিশোর নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফে পাহাড় ধ্বসের ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়,১৫ জুন (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত আলী আকবর পাড়া হরইল্যা মোরা পাহাড়ের পাদদেশে বসবাসকারী মুফিজের বাড়িতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

এসময় বাড়িতে থাকা ১৩ বছর বয়সী আমান উল্লাহ নামে এক কিশোর মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

সে উক্ত এলাকার মফিজ উল্লাহ’র পুত্র। এসময় নিহতের মা আহত হয়। ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সত্যতা নিশ্চিত করে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,ঘটনাটি শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবং টেকনাফ মডেল থানার (ওসি)কে অবহিত করা হয়েছে।

আরও খবর