চট্টগ্রাম ◑ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি আবদুর মজিদ (৩০) নিহত হয়েছেন।
রবিবার (১৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উত্তর জলদির ভাদালিয়া পাড়ায় মেহগনি বাগানের ভিতর এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ১টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মজিদ বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়ার লেদু মিয়ার ছেলে।
র্যাব-৭’র মিডিয়া অফিসার মাহমুদুল হাসান পূর্বকোণকে বলেন, গোপন সংবাদের খবর পেয়ে বাঁশখালী উপজেলার উত্তর জলদির ভাদালিয়া পাড়ায় অভিযানে যায়। এসময় মেহগনি বাগানের ভিতর র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় ১টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বাঁশখালীতে রিপা আক্তার নামে এক নারীকে রাতভর ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আবদুর মজিদকে প্রধান আসামি করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-