নিজস্ব প্রতিবেদক ◑ করোনা উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ম্যানেজার গিয়াস উদ্দীন নামের আরও এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।( ইন্না-লিল্লাহি….রাজিউন)।
রবিবার রাত ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। গিয়াস উদ্দীন ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গত চার দিনে দুজন ব্যাংক ম্যানেজারের মৃত্যূতে কক্সবাজারের ব্যাংক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ১১ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান কক্সবাজারের ব্যাংক পাড়ার পরিচিত মুখ এনআরবি গ্লোবাল ব্যাংকের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮)।
বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের মাস্টার আনোয়ারুল হকের ছেলে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-