চকরিয়া প্রতিনিধি ◑
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবোঝাই দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় আবুল বাছের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ রোববার (১৪ জুন) বিকেল পৌনে চারটার দিকে খুটাখালী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পূর্ব গর্জনতলী নতুন মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাছের ওই গ্রামের মৃত ফররুখ আহমদের ছেলে।
নিহতের বড় ছেলে নাসির উদ্দিন জানান, তিনি ও তার বাবা মিলে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন জরুরী কাজে। কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাবা আবুল বাছের ছিলেন একটু সামনে। আকষ্মিক একটি ডাম্পার গাড়ি দ্রুতগতিতে এসে বাবাকে পেছন থেকে ধাক্কা দিলে আমার চোখের সামনেই ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোর্শেদুল আলম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘাতক ডাম্পার গাড়িটি আটক করতে খোঁজ নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-