কক্সবাজার ল্যাবে নতুন করে ৭৫ জন করোনা রোগী শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ১৪ জুন ৪৪৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ৭০ জন, ভিন্ন জেলায় ৫ এবং আগে আক্রান্ত হওয়া পুরাতন ১ জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ৩৭০ জনের স্যাম্পল ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

রোববার ১৪ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৭০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫৪ জন, উখিয়া উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১ জন এবং বান্দরবান জেলায় ৪ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। একইদিন একজন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫১৫ জন। যারমধ্যে ৩৮ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৫জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭২ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৪জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১১৩৭৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৪ জন করোনা রোগী।

আরও খবর