চকরিয়ায় আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:


কক্সবাজার মেডিকেল কলেজে শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জনের নমুনা টেষ্টের ফলাফলে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যাদের মধ্যে কক্সবাজার জেলার ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, চকরিয়ায় ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। তারা হলেন- চকরিয়ার জিয়াবুল হক, বাটাখালীর লাইলা বেগম, কোচপাড়ার মোঃ এহেছান, এসকে পাড়ার আইয়ুব খান, ডুলাহাজারার আবদুল মজিদ, একই ইউনিয়নের উলুবনিয়া এলাকার মিনহাজ হোছাইন জিকু, পূর্ব মাইজ পাড়া এলাকার গাজী গিয়াস উদ্দিন, থানা পুলিশ মোঃ ফিরোজ, ফুলতলার মাহাবুবুল হক ও শাহারবিলের ইমরান হোছাইন।

এ পর্যন্ত চকরিয়ায় সর্বমোট ২৪৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চকরিয়া জেলার দ্বিতীয় অবস্থানে।

এছাড়াও এদিন কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন ও মহেশখালী উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও খবর