শাহেদ মিজান ◑
শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার বারের আইনজীবি সহকারী মোঃ ইমরান ইমরান (৫৪)। ঢাকায় দীর্ঘ সময় লাইফ সাপোর্টে রাখার পর আজ শনিবার (১৩জুন) ভোরে তিনি মারা যান। তার স্ত্রীর ভাই মোঃ নাসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ নাসির উদ্দীন জানান, ২৭ মে থেকে জ¦র, সার্দিতে আক্রান্ত হন মোঃ ইমরান। দীর্ঘদিন তিনি বাসায় থেকে চিকিৎসা নেন। এর মধ্যে অবস্থার অবনতি হয়ে শ্বাসকষ্ট হলে গত ৯জুন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১১জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিওতে রাখা হয়। আইসিওতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-