টেকনাফে করোনায় আক্রান্ত হলেন ডাক্তার টিটু চন্দ্র শীল: দোয়া কামনা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

করোনার আগ্রাসন থেকে জনগনকে বাঁচানোর জন্য টেকনাফবাসীকে যিনি প্রতিনিয়ত নিরলস সেবা দিয়ে যাচ্ছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত বেশ কয়েকজন ডাক্তার তার মধ্যে অন্যতম মানব সেবক হচ্ছেন অত্র হাসপাতালের প্রধান কর্ণধার সকলের পরিচিত মুখ ‘ডাক্তার টিটু চন্দ্র শীল’।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, করোনা কালীন সময়ের শুরু থেকে অত্র উপজেলার জনগণকে করোনার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য ডাক্তার টিটুর সাহসী ভুমিকা খুবেই প্রশংসনীয়।

তিনি সর্বোচ্চ সেবা দিয়ে করোনা যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন। অথচ সেই মানব দরদী সেবক নিজেই করোনায় সংক্রমিত হলেন।

তথ্য সূত্রে জানাযায়, ১২জুন (শুক্রবার) কক্সবাজার ল্যাবে নতুন ৪৪ করোনা রোগী সনাক্ত হয়। এর মধ্যে ডাক্তার টিটুসহ টেকনাফের ৮জন ছিল।

আক্রান্ত অন্য রোগীরা হচ্ছে,টেকনাফ ইসলামাবাদ এলাকার মোঃ ইয়াছির আরাফাত (২৫), একই এলাকার জান্নাত আরা(১৭), হ্নীলা কৃষি ব্যাংক শাখায় কর্মরত মোঃ আইয়ুব, হ্নীলার লেদায় ক্যাম্পে কর্মরত ডাঃ সাহারা, টেকনাফ থানার হাবিবুর রহমান,আনোয়ার হোসেন এবং মোছাম্মত তাহমিনা খাতুন।

এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্ণধার ডাক্তার টিটু চন্দ্র শীল সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, অত্র উপজেলার জনগনকে করোনার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আমরা আমি ও আমার সহকর্মিরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, প্রতিনিয়ত অত্র এলাকার জনগনকে সেবা দিতে গিয়ে আমার সহকর্মি সিনিয়র ডাক্তার প্রনয় রুদ্রসহ বেশ কয়েজন ডাক্তার খুবেই অসুস্থ।

পরিশেষে তিনি টেকনাফ হাসপাতালের দায়িত্বরত সকল চিকিৎসকের সু-স্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও খবর