কক্সবাজারে বন্ধের দিনেও টেষ্ট, ৪৪ জনের করোনা ‘পজিটিভ’

আনছার হোসেন, সিভি ◑

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার (১২ জুন) ৪২১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব (পজিটিভ) পাওয়া গেছে। ৪৪ জনের মধ্যেও কক্সবাজার সদরে সর্বাধিক ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁদের দেয়া তথ্য মতে, নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ১১ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ৮ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৫ জন ও পেকুয়া উপজেলায় ৬ জন এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ৩ জন ও পার্বত্য বান্দরবান জেলায় দুইজন রোগী রয়েছেন।

এ দিন ৩৭৭ জন সন্দেহভাজন রোগীর করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

সুত্র মতে, শুক্রবার ‘ব্যাকলগে’ পড়ে যাওয়া নমুনা গুলোই পরীক্ষা করা হয়েছে। নতুন করে জমা হওয়া কোন নমুনা পরীক্ষা করা হয়নি। ইতোপূর্বে প্রায় দুই হাজার নমুনা ল্যাবে জমা হয়েছিল। সেখান থেকে কমিয়ে এখন প্রায় এক হাজার তিনশ’তে কমিয়ে আনা হয়েছে।

আরও খবর