হোটেল সীকুইনের মালিক কবির সওদাগর আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

কক্সবাজার শহরের হোটেল সী-কুইন এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ সওদাগর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। শুক্রবার ১২ জুন বেলা দেড়টার দিকে তিনি শহরের নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে স্ট্রোক করলে তাঁকে বাড়ি থেকে তাৎক্ষণিক শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসগণ তাঁকে মৃত ঘোষনা করেন।

মরহুম কবির আহমদ সওদাগর কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

মরহুম কবির আহমদ সওদাগরের এর জ্যেষ্ঠ সন্তান মোশাররফ হোসেন খোকন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। মরহুম কবির আহমদ সওদাগরের মৃত্যুর সংবাদে পুরো কক্সবাজারে শোকের ছায়া নেমে আসে।

আরও খবর