শুভ শক্তি ও চিন্তা জাগ্রত হোক

রূপম চক্রবর্ত্তী ◑

বিভিন্ন সময় আমরা শক্তি নিয়ে অহংকার করি। শক্তির প্রতিযোগিতা দেখাতে গিয়ে নিজের অস্তিত্বকে কখনো কখনো বিসর্জন দিয়ে থাকি। এই শক্তিকে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। আমরা চলাফেরার জন্য যে শক্তি পাই সেই শক্তিকে শুভ আর অশুভ অভিহিত করতে পারি।

এই শুভ আর অশুভ শক্তির সংঘাত অনেক আগে থেকেই চলে আসছে। শুভ শক্তির মানুষগুলো বারবার পরাজিত হয়েছে। বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে। বারবার শোষিত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে পথের ভিখারি হয়েছে। অশুভ চিন্তা চেতনার মানুষগুলো সু্যোগ সুবিধা পেলেও তারা যে বেশ সুখে থাকে এইরকম চিন্তা করা আমাদের উচিত হবেনা। হয়তো বাহুবল অথবা আর্থিক বলের কারণে তাদেরকে সম্মান জানাতে হয়, তাদের কাছে মাথা নত করে থাকতে হয়। একটা সময় আসে যখন প্রকৃতি তাদের বিচার করে।

পৌরণিক কাহিনীগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে পরাজিত শুভ শক্তির মানুষগুলোর পক্ষে ইতিহাস রচিত হয়েছে। ধরুন মহান স্রষ্টা কাউকে বিশেষ কোনো ক্ষমতা দিয়েছেন। আর তিনি যদি কোনো অশুভ মানসিকতা নিয়ে কারো অধিকার বঞ্চিত করে তাহলে আমার মনে হয় এর ভবিষ্যৎ শুভ নয়। শুভ ও সুন্দর মানসিকতার চর্চার মাধ্যমে একটা সময় অশুভ শক্তি পরাজিত হবে।

আজকে করোনার থাবায় আমরা সবাই জর্জরিত। মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে।এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে একশ্রেণীর অশুভ চিন্তা চেতনার মানুষ সাধার মানুষকে জিম্মি করতে চাচ্ছেন। তারা ২০০ টাকা দামের সেভলন ৫০০ টাকায় বিক্রয় করেন। জীবাণুনাশক ওষুধগুলো মার্কেট থেকে উধাও করে ফেলে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো বেশি দামে বিক্রয় করার চেষ্টা করেন।

অশুভ চিন্তার মানুষগুলোর প্রতি অনুরোধ জানাব করোনা থেকে আপনি যে মুক্ত থাকবেন এটা চিন্তা করা উচিত হবেনা। সময় এসেছে মানুষের জন্য ভালো কিছু করুন। অশুভ শক্তিকে পদদলিত করে শুভ শক্তি এবং শুভ চিন্তাকে জাগ্রত করুন। সবার মঙ্গল হবে।

লেখক
রূপম চক্রবর্ত্তী
পূর্বনলুয়া,সাতকানিয়া, চট্টগ্রাম

আরও খবর