করোনায় আক্রান্ত হলেন বান্দরবানের জেলা প্রশাসক

বান্দরবান ◑
এবার করোনায় আক্রান্ত হলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন। এর আগে সদর উপজেলার ভূমি কর্মকর্তা শাহিনুর আক্তার করোনায় আক্রান্ত হন। গত তিনদিন আগে জেলা প্রশাসকসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার নমুনা কক্সবাজার ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার রাতে ফলাফল জানানো হয়।

এদিকে, বান্দরবানের একটি বেসরকারি হাসপাতাল হিল ভিউর আবাসিক মেডিকেল অফিসার কারোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে পার্বত্য জেলা বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন।

আরও খবর