চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় রবিউল হাসান বাপ্পি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়নের বাটাখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের মো. ইলিয়াছের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, রবিউল হাসান বাপ্পি নিজ মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার সকালে সাহারবিল ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়ে চকরিয়া পৌর সদরের চিরিংগা আসছিলেন। সকাল ৮টার দিকে তিনি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাটাখালী ব্রীজ পার হওয়ার সময় হঠাৎ তার ব্যবহৃত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাপ্পি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, নিহত মোটরসাইকেল আরোহী রবিউল হাসান বাপ্পির পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর