নাইক্ষ্যংছড়ির ‘করোনা আক্রান্ত’ রোগীর কক্সবাজারে মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতার্ ডা: আবু জাফর মো: ছলিম।

তিনি জানান- করোনায় উপজেলার ঘুমধুমের রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী কাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন। ফলে বান্দরবান স্বাস্থ্য বিভাগের শনাক্ত রোগীর তালিকায় তার নাম নেই। তবে কক্সবাজার পিসিআর ল্যাবের তালিকায় বান্দরবান জেলার রোগী হিসেবে তালিকাভূক্ত আছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৬৫ বছর বয়সী রশিদা বেগম গত শনিবার (৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পজিটিভ শনাক্ত হয়। ঘুমধুমের পার্শ্ববর্তী কুতুপালং রোহীঙ্গা ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করিছিলেন তিনি।

আরও খবর