মহেশখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

এস. এম. রুবেল, মহেশখালী ◑
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মহেশখালীর মনজুর আহমদ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামে। তিনি স্থানীয় আব্দুল কাদেরের পুত্র।

মৃতের ভাই বেলাল হোসেন রানা জানান, তার ভাই দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। গত ০৮ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জুন রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মনজুর আহমদ মারা যান।

তিনি আরো জানান, চিকিৎসকরা করোনা সন্দেহে তার নমুনা নিয়ে পরীক্ষা করানোর জন্য পাঠিয়েছে। মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে আছে। করোনা রিপোর্ট পজেটিভ আসলে সরকারী নিয়ম মোতাবেক দাফন করা হবে। অন্যতায় পরিবারকে মরদেহ হস্তান্তর করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর