চট্টগ্রাম ◑ নগরীর কোতোয়ালির ফিরিঙ্গীবাজারের ব্রিজঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম কর্তৃক কক্সবাজার হতে চট্টগ্রামে পাচারকালীন সময় এক হাজার দুইশত পঞ্চাশ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এই যুবককে আটক করা হয়।
আটক সাইফুল বান্দরবানের আলী কদম থানার দানু সর্দার পাড়ার মৃত মো. হোসেনের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-