সরওয়ার কামাল,মহেশখালী ◑
মহেশখালীতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে চ্যানেলে বিভিন্ন পয়েন্টে নদীতে মাছ ধরার সময় মহেশখালী চ্যানেলে মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১০টি বিহিঙ্গী জাল, ২০ হাজার মিটার চরঘেরা জাল, ২৫ হাজার মিটার কারেন্ট জাল সহ ৫ জেলেকে আটক করেছে।
৯ ই জুন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান ও বদরখালী নৌ-পুলিশের এস আই নাছির উদ্দিন রাসেলের নেতৃত্বে নৌ-পুলিশ একটি ইউনিট মহেশখালী চ্যানেলে বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনার করেন।
এই সময় মহেশখালীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ টি বিহিঙ্গি জাল,২০ হাজার মিটার চরঘেরা জাল,২৫ হাজার মিটার কারেন্ট জাল সহ ৫ জেলেকে আটক করে। আরও বেশ কয়েকজন জেলে অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় মহেশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, অফিস সহকারী রবি চাকমা বদরখালী নৌ-পুলিশ এস আই নাছির উদ্দিন রাসেলের নেতৃত্বে নৌ-পুলিশ একটি ইউনিট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুইচিং মং মার্মার আদালতে আটককৃত জেলেদের উপস্থিত করলে সংশ্লিষ্ট আইনের আওতায় ৫ জনকে ৫টি মামলায় সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুইচিং মং মার্মার উপস্থিতে মহেশখালী জেটিঘাট সংলগ্ন এলাকায় জব্দ করা নিষিদ্ধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-