নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদর ইসলামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ইসলামাবাদের এক যুবক নিহত হয়েছেন।
৮ জুন সকাল দশটার দিকে ইসলামাবাদ পশ্চিম খোদাইবাড়ীর লেড়ু মিয়ার পূত্র আরাফাত (২২) ডুলাহাজারা থেকে আসার পথে ইসলামপুর বটতলী টার্ণিং পয়েন্টে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়।
আহত আরফাতকে প্রথমে সদর হাসপাতালে প্রেরন করা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় চমেকে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত আনুমানিক ১১টার দিকে মারা যান আরাফাত।
আহত রুহুল আমিন চমেকে চিকিৎসাধীন বলে সূত্রে প্রকাশ।
পরদিন ৯ই জুন দুপুর দুইটার দিকে ইসলামাবাদ আউলিয়াবাদের ডালার দোয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পাশ্বর্বতী কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-