টেকনাফে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক: বস্তায় মিলল অস্ত্র ও ইয়াবা


গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ব্যবসায় জড়িত মমতাজ নামে এক অপরাধীকে আটক করেছে।

জানাযায়, ৯জুন (মঙ্গলবার) ভোররাত ৩টার দিকে টেকনাফে দায়িত্বরত র‌্যাব-১৫ (সিপিস-১) এর একটি চৌকষ দল অস্ত্রধারী ও মাদক কারবারী অবস্থানের সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা রঙ্গিখালী পশ্চিম জুম্মা পাড়া এলাকায় অভিযানে গেলে অপরাধীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে র‍্যাব।

একপর্যায়ে হ্নীলা রঙ্গিখালী পশ্চিম গাজী পাড়ার এজাহার মিয়ার পুত্র মমতাজ মিয়া (৪৬) কে আটক করতে সক্ষম হয় র‍্যাব। এরপর তার হাতে থাকা একটি বস্তা তল্লাশী করে ১টি দেশীয় তৈরী একটি টুটু রাইফেল,১টি ওয়ান শুটার গান ও
৯,৭২০পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব ১৫ সহকারী (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখসাদী জানান, অস্ত্র,ইয়াবাসহ ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর